শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। ২৬ বছর বয়সী এ ক্রিকেটার সর্বশেষ টেস্ট খেলেন ২০১৯ সালের মে মাসে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডকে নেতৃত্ব দেয়া মোসাদ্দেক ব্যাট হাতে ৪৭ গড়ে ৬৫৮ রান করেন। আর বল হাতে নেন ১৬ উইকেট। তাকে দলে নেয়ার কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, একজন ব্যাটিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা থেকে তাকে দলে নেয়া হয়েছে। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পৌঁছবে শ্রীলংকা। এই সিরিজটি ২০২১-২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে, ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত।