প্রতিপক্ষের মাঠে প্রথম লেগটা কেটেছিল দুর্দান্ত। স্পোর্টিংয়ের মাঠে রীতিমতো তাদের গোল বন্যায় ভাসিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু, নিজেদের ঘরের মাঠ ইতিহাদে দেখা গেল অন্য এক সিটিকে। পুরো ম্যাচজুড়ে একবারও জালের দেখা পেল না ম্যানসিটি। কোনো রকম ড্র করেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ম্যানসিটি।
গতকাল বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে স্পোর্টিংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানসিটি। এর আগে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জেতায় ড্র দিয়েই শেষ আটে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নেরা। এদিন বল দখলে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে খুব একটা ছন্দে দেখা যায়নি সিটিকে। ৬৯ ভাগ সময় বল দখলে রেখে ১৪ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে তারা। কিন্তু, একটিতেও মেলেনি সাফল্য। অন্যদিকে, প্রথম লেগে নিজেদের মাঠে ভরাডুবি হওয়া স্পোর্টিং খেলেছে রক্ষণ সামলে। কোনোভাবেই গোল হজম করেনি। গোল দিতে পারেনি নিজেরাও। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুদলকে। দিনের আরেক ম্যাচে ফরাসি স্ট্রাইকার করিম বেনজমার হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজিকে বিদায় করল রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল।