সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতনের ক্ষেত্রে প্রতিটি ঘটনা মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, যেখানে সনাতন ধর্মাবলম্বীর কয়েকজন শিক্ষককে হেনস্তা করা হয়েছে। এছাড়া একজন ইসলাম ধর্মের শিক্ষক এবং তার স্ত্রীকে হুমকি দেয়া হয়েছে। কারণ তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একজন বিশিষ্ট লেখক। পুরো জিনিসটা মনে হচ্ছে একেবারেই পূর্ব পরিকল্পিত, বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৩ জুলাই) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, একই সঙ্গে আমরা দেখছি যে আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে চরম অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে ধর্ম শিক্ষা বাদ দেয়া হয়েছে। এটা একেবারেই ভুল তথ্য। ধর্ম শিক্ষা চিরদিনই আবশ্যিক ছিল। এখনও আবশ্যিক আছে এবং ধর্ম শিক্ষাকে বাদ দেয়ার কোনো ধরনের পরিকল্পনা সরকারের কোনো দিন ছিল না, এখনও নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা উপস্থিত ছিলেন।