শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (SJIBL) 28শে ডিসেম্বর 2022 তারিখে কক্সবাজার জেলার চকরিয়ায় এর 139তম শাখার উদ্বোধন করেছে। কক্সবাজার-১ এর মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম, এম.এ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ফজলুল করিম সাইদী এবং চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব রাশেদ সারওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক ফাউন্ডেশন জনাব মোঃ শামসুদ্দোহা (শিমু)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহদ্দার হাট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসেন, ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আখতার হোসেন, চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য জনাব কে এম নাসির উদ্দিন ও পেকুয়া ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট উম্মী কুলসুম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিনু। তার বক্তব্যে কক্সবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম, এম.এ বলেন, ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং এই সেবা প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি সমাজের সর্বস্তরের মানুষ ব্যাংকিং সেবার আওতায় আসবে। আমরা আশা করি শাহজালাল ইসলামী ব্যাংকের চকরিয়া শাখা কৃষিসহ সামগ্রিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাছাড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ব্যাংকিং খাতের অবদান উল্লেখযোগ্য। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে পাশে থাকার আহ্বান জানান। চকরিয়া অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দ্বারা। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাইদী তার বক্তব্যে বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড করোনার সময়ে অনেক জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে বলে আমরা বিশ্বাস করি। চকরিয়ায় পূর্ণ আস্থা। চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী তার বক্তব্যে বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক চকরিয়া অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বৃহত্তর ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।