ফয়জুন্নেছা বেগম, ইঞ্জি. আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ০৮ মে, ২০২২ তারিখে ঢাকা ক্লাবের শামসন এইচ চৌধুরী সেন্টারে আনোয়ার গ্রুপ বাংলাদেশের অপারেটিভ ডিরেক্টর মোঃ আজমে শাহাদাত মুইনউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে রত্নগর্ভা পুরস্কার প্রদান করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, যেখানে যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বোর্ডের চেয়ারম্যান ডাঃ মোঃ সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি, গায়িকা মমতাজ বেগম, এমপি ও প্রখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, আজাদ প্রোডাক্টস লিমিটেড, রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, চেয়ারম্যান, মংলা বন্দর কর্তৃপক্ষ, খন্দকার মসিউজ্জামান, সভাপতি, ঢাকা ক্লাব। তিনি 15 আগস্ট, 1947 সালে একটি ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ড. মকবুল হোসেন মজুমদার এবং মিসেস সালেহা বেগমের ২য় সন্তান ছিলেন। তার স্বামী একজন সরকারি কর্মচারী হিসেবে দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকায় তিনি তার অসামান্য ত্যাগ, নিঃশর্ত ভালোবাসা, ধর্মীয় সংবেদনশীলতা, বিচক্ষণতা এবং কঠোর শৃঙ্খলার মাধ্যমে তার ৮ সন্তানকে সুশিক্ষিত, যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। তার প্রথম সন্তান জান্নাতুল মাওয়া বিউটি চাঁদপুর আত্মনিবেদিতা মহিলা সংস্থার জেলা সমন্বয়কারী, দ্বিতীয় সন্তান ইসমে আজম পনির মার্কিন যুক্তরাষ্ট্রে এটিএন্ডটি-এর প্রধান প্রোগ্রাম ম্যানেজার, তৃতীয় সন্তান মো: আজমে শাহাদাত মুঈনুদ্দিন সবুর বাংলাদেশে আনোয়ার গ্রুপের অপারেশনাল ডিরেক্টর, চতুর্থ সন্তান বন্দ্যোপাধ্যায় এডুকেশন অফিসার, বন্দরশাসক, বন্দরশাসক। পঞ্চম সন্তান সোহাগ হাসান, প্রাক্তন গায়ক এবং বর্তমানে কানাডায় বসবাস করছেন, ষষ্ঠ সন্তান মোঃ আহসান হাবিব সোহেল এনটিভির সম্পাদক (সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স), সপ্তম সন্তান জান্নাতুন নাঈম পলাশ একজন সমাজকর্মী এবং অষ্টম সন্তান জান্নাতুল ফেরদৌসসুমী, বৈশাখী সরকারী বিভাগের অধ্যাপক।
ক্যাপশন: ফয়জুন্নেছা বেগম, ইঞ্জিনিয়ারের মা। ঢাকা ক্লাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এমপির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আজাদ প্রোডাক্টস কর্তৃক প্রদত্ত রত্নগর্ভা পুরস্কার গ্রহণ করছেন আনোয়ার গ্রুপ বাংলাদেশের অপারেটিভ ডিরেক্টর মোঃ আজমে শাহাদাত মুঈনুদ্দিন। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ সবুর খান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গায়িকা মমতাজ বেগম, এমপি ও প্রখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার।