সোমবার থেকে সপ্তাহে ৪ দিন করে কাজ করার পরীক্ষামূলক কর্মসূচি পালন করতে যাচ্ছে যুক্তরাজ্যের হাজার হাজার কর্মী। বাকি ৩ দিনের ছুটিতে তাদের বেতনে কোনো কাটছাঁট হবে না। সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম চার দিনের কর্ম সপ্তাহ কর্মসূচির নজির এটি। পাইলট প্রজেক্টটি ছয় মাস ধরে চলবে বলে জানিয়েছে সিএনএন। এতে ৭০টি কোম্পানির প্রায় ৩ হাজার ৩০০ জন কর্মী সপ্তাহে মাত্র ৪ দিন কাজে যোগ দেবেন। এর আওতায় আর্থিক পরিষেবা প্রদানকারী থেকে শুরু করে একটি ফিশ-এন্ড-চিপ রেস্তোরাঁ পর্যন্ত রয়েছে। কর্মসূচি চলাকালে কর্মীরা তাদের উৎপাদনশীলতার শতভাগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে তাদের কাজের ৮০ শতাংশ সম্পাদন করা গেলেও তারা শতভাগ বেতন পাবেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রোগ্রামটির সাথে যুক্ত রয়েছে অলাভজনক ফোর ডে উইক গ্লোবাল, অটোনমি, থিঙ্ক ট্যাঙ্ক। প্রেশার ড্রপ ব্রিউইং-এর ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও’রউরকে সিএনএনকে জানান, কোম্পানির সবচেয়ে বড় লক্ষ্য ছিল তার কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা উন্নত করা। “মহামারী আমাদের কাজ এবং কীভাবে লোকেরা তাদের জীবনকে সংগঠিত করে সে সম্পর্কে আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করেছে। আমরা আমাদের কর্মীদের জীবন উন্নত করতে এবং বিশ্বের একটি সামঞ্জস্যপূর্ণ পরিবর্তনের অংশ হতে এটি করছি।” সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশে সপ্তাহে কাজের দিনকে কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়।