যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে খুলনার দৌলতপুরে দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস,দন্ত, হৃদরোগ, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান, যমুনা ব্যাংকের খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা নিতে আসা বিপুল সংখ্যক মানুষ। চিকিৎসা ক্যাম্পে ৩,৫৪০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি ৩২১ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।