মেরী স্টোপস বাংলাদেশ বিগত তিন দশক ধরে বাংলাদেশের নারী ও শিশুদেরকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। বর্তমানে দেশের ২৮টি জেলায় অবস্থিত ৪০টি ক্লিনিকের মাধ্যমে এসব সেবা চলমান আছে, যার মধ্যে ম্যাটারনিটি হাসপাতালের সংখ্যা ৭টি। মেরী স্টোপস বাংলাদেশ ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা “এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েজ”-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, বিশ্বের ৩৭টি দেশে যাদের কার্যক্রম বিদ্যমান। সেবা গ্রহীতাগণকে আরও উন্নত পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে মেরী স্টোপস বাংলাদেশ ৪ঠা জুন মিরপুর ১০নং সেকশনের ৪নং সড়কে অবস্থিত ২ নং ভবনে একটি প্রিমিয়াম ম্যাটারনিটি হাসপাতাল চালু করেছে, যাতে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, সুপরিসর বহিঃর্বিভাগ, প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা চালিত আধুনিক ঔষধের দোকান ইত্যাদি সুযোগ সুবিধা। ড. নওশাদ ফয়েজ, ভাইস চেয়ারপার্সন, বোর্ড অব ডিরেক্টর্স, মেরী স্টোপস বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেরী স্টোপস বাংলাদেশের সম্মানিত কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।