সাভারের আশুলিয়ায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৮) আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ২টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার যুবকের নাম রনি (২০)। তিনি আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস আবাসিক এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে এবং ভুক্তভোগী ওই স্কুলশিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পোশাক পরিবর্তনের সময় অভিযুক্ত রনি ওই শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। এছাড়া রনি ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই শিক্ষার্থীর বান্ধবীদের ভিডিও পাঠিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে তাকে মানসিকভাবে চাপ দেন।
এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত রনির মা বিদেশ থাকেন। তার বাবা দিলা মিয়া দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। তাই তার খাবার সুবিধার্থে ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের সুযোগে তাদের বাসায় মাসিক তিন হাজার টাকা চুক্তিতে তিন বেলা খাবার খেতেন। প্রথম দিকে টিফিন কেরিয়ারে করে খাবার নিলেও পরে তিনি ওই শিক্ষার্থীর বাসায় এসেই খাবার খেতেন।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে, তার মা গার্মেন্টসে চাকরি করেন। সেই সুযোগে ফাঁকা বাসায় গোপনে তার কাপড় পাল্টানোর দৃশ্য মোবাইলে ধারণ করেন রনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে চারবার ধর্ষণ করেন।
পরবর্তী সময়ে ভিডিওর ভয় দেখিয়ে বিকাশ নম্বরে কয়েকবার টাকাও হাতিয়ে নিয়েছেন। এক পর্যায়ে বিষয়টি তার পরিবারকে জানালে কৌশলে বিকাশের দোকান থেকে রনিকে হাতেনাতে আটক করেন তারা। কিন্তু স্থানীয় মাতব্বররা মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি আপস করে দেন। এ সময় মাতব্বররা জোরপূর্বক ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিলে থানা পুলিশের আশ্রয় নেয় ওই শিক্ষার্থীর পরিবার।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) শ্যামল দত্ত ঢাকা মেইলকে বলেন, স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রনিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে।