দাড়িতে পুরুষকে অনেক সুন্দর লাগে। আর এ নিয়ে কোনো দ্বিমত নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায়, নারীরা পুরুষের দাড়ির প্রেমে পড়ে যান। কিন্তু কেন এমনটা হয়ে থাকে? এর পেছনে কারণই বা কী, এবার তাহলে তা জেনে নেয়া যাক।
যে কারণে নারীরা পুরুষের দাড়িতে মজে: পুরুষ মানুষের দাড়িতে অন্য রকম এক আভিজাত্য রয়েছে। এ কারণে পুরুষরা তো দাড়ি পছন্দ করেনই, সেই সঙ্গে নারীদেরও অনেক পছন্দ। তাই তো তারকা থেকে সদ্য যুবককে দাড়ি রাখতে দেখা যায়।
প্রাচীন যুগ থেকে দাড়ির ধারা: পুরুষের গালে দাড়ি ওঠা স্বাভাবিক বিষয়। এ কারণে যুগ যুগ ধরে দাড়ি রাখার বিষয়টি চলে আসছে। সেই প্রাচীন মিশরীয় সভ্যতার সময়ে উচ্চ পদে থাকা পুরুষরা লম্বা দাড়ি রাখতেন।
আধুনিক যুগেও দাড়ির ধারা: এই আধুনিক যুগেও দাড়ি রাখার প্রচলন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের দাড়ি রয়েছে। আবার অনেক তারকাদের মধ্যেও রয়েছে দাড়ি রাখা প্রচলন। অনেক তারকার আবার বিয়ার্ড লুক রীতিমত ভক্ত-অনুরাগী মহলে আলোচনায় থাকে।
ম্যাচিউরিটি ফুটিয়ে তোলা: ২০১৬ সালে একটি গবেষণা করা হয়। গবেষণায় ৮ হাজার নারীকে ৩৬ জন পুরুষের ছবি দেখানো হয়। সেখানে দেখা যায়, নারীরা ছবিগুলো দেখার পর দাড়িওয়ালা পুরুষদেরই বেশি পছন্দ করেছেন। দাড়িতে পুরুষকে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। এমনকি, দাড়ি থাকা পুরুষরা যে বেশি আত্মবিশ্বাসী তাও প্রমাণ হয় বলে জানান নারীরা।
দাড়ির দৈর্ঘ্যও বিচারের বিষয়: নারীরা সব ধরনের দাড়ি পছন্দ করেন না। এ কারণে দাড়ির দৈর্ঘ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। আর মেডিকেল ডেইলির মতে এটি বিশেষ আলোচনার বিষয়ও। এ জন্য নিউ সাউথ ওয়েলসের বিজ্ঞানীরা ৩৫১ জন নারীকে কিছু প্রশ্ন জিজ্ঞাস করেন। প্রশ্নের মাধ্যমে জানা যায়, দাড়ি কাটার পর ১০ দিনের মাথায় হওয়া দৈর্ঘ্যের দাড়ি বেশি ভালো লাগে নারীদের।