বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রফিকুল ইসলাম। সম্প্রতি ব্যাংকের এসইভিপি ও চিফ টেকনোলজিক্যাল অফিসার (সিটিও) পদ থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হয়েছেন তিনি। ২০২০ সালের এক জুন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদান করেন তিনি। বর্তমানে ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯৮ সালে স্ট্যান্ডার্ন্ড চার্টার্ড ব্যাংকে ‘ওয়াই টু কে প্রজেক্ট’-এ যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। প্রায় ২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কাজ করেছেন এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকে। দীর্ঘ পথচলায় ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তি বিভাগে বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন মো. রফিকুল ইসলাম। দেশের বাইরে থেকেও আইটি-বিষয়ক বেশ কয়েকটি ডিগ্রি নিয়েছেন।