৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে ক্রিপ্টো মুদ্রাটির বাজারদর। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ আগস্ট) দিনের শুরুতেই ইউরোপের মার্কেটে প্রতি বিটকয়েনের দাম ২২ হাজার ডলারের নিচে পড়ে গেছে। এদিন ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রধান মুদ্রাটির মূল্য ২২ হাজার ৭৩৮ ডলারের নিম্নে চলে যায়। সবশেষ ১ বিটকয়েন ২১ হাজার ৫০০ ডলারের নিচে বিক্রি হয়েছে। কয়েনডেস্ক ডেটায় এ পরিসংখ্যান পাওয়া গেছে। এর আগেই অবশ্য ডিজিটাল মুদ্রাটির দর কিছুটা ঊর্ধ্বমুখী হয়। প্রায় ২২ হাজার ডলারের কাছাকাছি চলে আসে। সম্প্রতি প্রতি বিটকয়েনের দাম ২৫ হাজারের ডলারের ওপরে উঠে যায়। গত জুনের পর যা সর্বোচ্চ। একই সময়ে ক্রিপ্টোকারেন্সি বাজারে ইথারের দরপতন হয়েছে। প্রতিটির দাম ১ হাজার ৮০৮ ডলার থেকে নেমে গেছে। সবশেষ বিক্রি হয়েছে ১ হাজার ৭২৮ ডলারে। এছাড়া ওই সময়ে অন্যান্য ক্রিপ্টো মুদ্রা বিনান্সে কয়েন, কারডানো, সোলানার অবমূল্যায়ন ঘটে। তবে তাৎক্ষণিক তা জানা যায়নি।