বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)তে ৯ম গ্রেডে নব নিয়োগপ্রাপ্ত ৩৮ জন কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গত ২৯ নভেম্বর ২০২২ তারিখ সফলভাবে সমাপ্ত হয়। এ উপলক্ষ্যে ঢাকার গাবতলীতে অবস্থিত বীজ পরীক্ষাগারে গত ৩০ নভেম্বর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এ এফ এম হায়াতুল্লাহ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র্অথ মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি জনাব মোঃ কবরিুল ইজদানী খান, বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগের প্রতিনিধিসহ বএিডসিরি র্উধ্বতন র্কমর্কতাগণ উপস্থিত ছিলেন। বিএডিসি’র প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত। মধুপুরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান থাকায় প্রথমবারের মত প্রশিক্ষণ কার্যক্রম রাজধানীর গাবতলীতে অবস্থিত বিএডিসি বীজ পরীক্ষাগারে আয়োজন করা হয়। আয়োজতি প্রশক্ষিণ র্কমসূচরি তাৎর্পয ও গুণগতমান অতীতে অনুষ্ঠতি যে কোন বুনয়িাদি প্রশক্ষিণরে চয়েে ভন্নিমাত্রা ও আঙ্গকিরে। চয়োরম্যান বএিডসি’ির প্রত্যক্ষ তত্বাবধানে ও নর্দিশেনায় বষিয়টি সুচারুরূপে সম্ভবপর হয়ছে।ে এ প্রশিক্ষণ কার্যক্রম ১২ অক্টোবর ২০২২ তারিখে শুরু হয়ে ২৯ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলে।