প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পালিত হয় বিশ্ব ‘বাবা দিবস’। এ বছর দিনটি পড়েছে ১৯ জুন। আজ (রবিবার) পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। বিশেষ এ দিনে কথা হয়েছে সংগীতশিল্পী আঁখি আলমগীর সঙ্গে। জানিয়েছেন, তারকা বাবা আলমগীরকে নিয়ে তার স্মৃতিকথা। আঁখি আলমগীর বলেন,‘’অনেকেই বলে থাকেন, আমি খুব লাকি। কারণ, আমি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীরের মেয়ে। সৃষ্টিকর্তা আমাকে একজন সৎ, গুণী অভিনেতা, একজন অধ্যবসায়ী ও পরিশ্রমী মানুষের ঘরে পাঠিয়েছেন। যাঁর মানসিক শক্তি অনেক বেশি। তার জন্যই আজ আমি আঁখি আলমগীর।’ আঁখি আরও বলেন, ‘আব্বু অনেক প্রফেশনাল। শর্টকাট রাস্তায় তাঁকে কখনো চলতে দেখিনি। আব্বু আমাকে আমার মতো করে জীবনের পথে লড়াই করতে বলেছেন। তিনি স্পষ্টবাদী মানুষ। আমাকে সোজাসুজি বলে দিয়েছিলেন, তোমার পথে তুমি নিজের সাহায্যে চলবে। এ জন্য কোথাও কোনো সুপারিশ করতে পারব না।’ছোটবেলার স্মৃতিচারণ করে আখিঁ আলামগীর বলেন, ‘একটা সময় ছিল, আব্বুর ছুটির দিনের আশায় থাকতাম। সপ্তাহের কোনো একটি দিন আমাদের জন্য আব্বু ঠিক বের করে ফেলতেন। ওই দিন ঘুম থেকে উঠে অপেক্ষা করতাম আব্বু কখন উঠবেন ! ছুটির দিনে আব্বু একটু বেলা করে ঘুম থেকে উঠতেন। ওই দিন শুধু আমাদেরই সময় দিতেন।’