বাংলালিংক ৫ বছরের মেয়াদে ১২০০ কোটি টাকার (প্রায় ১৩৫ মিলিয়ন ডলার) সিন্ডিকেটেড টার্ম লোনের জন্য ১৭টি ব্যাংকের সঙ্গে গতকাল চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগে ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার, বুক রানার ও এজেন্ট অব দ্য লোন হিসেবে সহযোগীর ভূমিকা পালন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলালিংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ এ রুমি আলীও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, বাংলালিংকের সিএফও চেম ভেলিপাসাওগ্লু।