ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এই সম্মেলনে যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা। এবারের সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন ডি-৮ এর বর্তমান সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে সোম ও মঙ্গলবার ডি-৮ কমিশনের বৈঠক হবে ঢাকায়। এবারের ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তান থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে। তবে পাকিস্তানের নতুন সরকার বিলাওয়াল ভুট্টোর পরিবর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে ঢাকায় পাঠাচ্ছে। এর আগে ২০১২ সালে হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সে বার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে হিনা ঢাকায় এসেছিলেন। ২০তম ডি-৮ সম্মেলনকে সামনে রেখে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮–এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাবে।মন্ত্রী আরও জানান, হিনা রাব্বানি ছাড়াও সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা এবারের ডি-৮ সম্মেলনে যোগ দেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান, মিসরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।