মো. তাজুল ইসলাম ১৩ মার্চ ২০২২ ইং তারিখে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে তিনি ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। শিক্ষাজীবনে সকল একাডেমিক পরীক্ষায় মেধা তালিকায় বিশেষ স্থান অধিকার করেন। জনতা ব্যাংক লিঃ এ দেশ বিদেশের বিভিন্ন শাখায় শাখা প্রধান হিসেবে ২৩ বছর ও মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ফিলিপাইনসহ দেশ বিদেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষনে অংশগ্রহন করেন। জনাব মোঃ তাজুল ইসলাম পেশাগত জীবনের বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন ব্যাচ-৮৩, সীতাকুন্ড সমিতি, চট্টগ্রাম এবং ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের আজীবন সদস্য। মোঃ তাজুল ইসলাম ১৯৬২ সালের ২০ জুন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার, বাঁশবাড়িয়া গ্রামে জন্মগ্রহন করেন।