কাতার বিশ্বকাপে মাঠে বসে খেলা উপভোগের জন্য সবশেষ ধাপে আবেদন করেছে ২ কোটি ৩৫ লাখ ভক্ত। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা টিকিটের এই ব্যাপক চাহিদার কথা জানিয়েছে। গ্রুপ পর্বের যে চারটি ম্যাচের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে, তার তিনটিই দুইবারের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত প্রতিযোগিতার ৯২ বছরের ইতিহাসে জুন-জুলাইয়ের পরিবর্তে এবারই প্রথম এই সময়ে খেলা মাঠে গড়াবে। বিশ্বকাপের আরও সাত মাস বাকি থাকলেও ইতোমধ্যে সাড়া পড়ে গেছে বিশ্বজুড়ে। যার প্রমাণ মিলেছে ফিফার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা ‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’ আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। র্যান্ডম সিলেকশন ড্র সেলে টিকিটের জন্য ২ কোটি ৩৫ লাখ আবেদন জমা পড়েছে। গত বুধবার টিকিটের আবেদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। আর্জেন্টিনা-মেক্সিকো, আর্জেন্টিনা-সৌদি আরব ও আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের টিকিট পেতে মরিয়া হয়ে আছে ভক্ত-সমর্থকরা। এছাড়া, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আয়োজক কাতারের জনগণ টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন করেছে। তাদের পরেই অবস্থান দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের। ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকেও প্রচুর আবেদন জমা পড়েছে। যেসব ম্যাচকে ঘিরে আগ্রহ বেশি, সেগুলোতে লটারির মাধ্যমে ভাগ্যবান দর্শকদের নির্বাচন করা হবে। কারা বিজয়ী সেটা আগামী ৩১ মে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিবে ফিফা।