সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন ও সিএসআর তহবিল থেকে মোট তিন কোটি টাকা প্রধানন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয়া হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ে এ অনুদান গ্রহণ করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ন্যায়পাল এ কে এম কামরুল ইসলাম এবং ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. মুরশেদুল কবীর।