রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সিলেট ও সুনামগঞ্জসহ সারাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় অনুদান হিসেবে এক কোটি ৫০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয়া হয়েছে। গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে এ অনুদান দেয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।