প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নাহিয়ান হারুন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এ সময় ব্যাংকমালিকদের সংগঠন বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।