দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হিসেবে ‘স্কিল ফর এম্পলয়মেন্ট জেনেরেশন প্রগ্রাম, থার্ড ফেজ প্রকল্পের আওতায় ‘অন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (পিবিটিআই) সম্প্রতি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকের হোসেইন। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ডিজিএম রতন কুমার শীল। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মো. জাহিদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।