শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ
সকাল ৯ঃ০০ টার দিকে কুচকাওয়াজের মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন কবিরের নেতৃত্বে ৬ দফা মুক্তির সনদে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এই আয়োজন শুরু হয়।পরে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও
শিক্ষার্থীরা।
এই সময় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির একটি সাক্ষাৎকারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের
অধ্যক্ষ মহসিন কবির স্যার বলেন :
স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও দেশের জন্য জীবন দিয়ে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের স্মরণ করেন।তিনি বলেন আসলে মুক্তিযুদ্ধারা ত্যাগ না করলে আমরা স্বাধীনতা পেতাম না।তাদের জন্যই আজকে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তাদের মনে প্রাণে ধারণ করতে হবে।
তিনি আরো বলেন
দেশনেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গঠার লক্ষে যেই উদ্যোগ নিয়েছে তা যথাযথ বাস্তবায়িত হচ্ছে। শেখ হাসিনার মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ও কর্ণফুলী টানেল।
বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো:-মোমবাতি প্রজ্জ্বলন,খেলাধুলা,
শহীদের স্মরণে দোয়া ও মিলাদ, ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।