যানবাহন চলাচলের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলক লাইটও জ্বলেছে। এবার উদ্বোধনের পালা। সেই অপেক্ষা শেষ হবে আগামী ২৫ জুন। সেদিনই উদ্বোধন হবে বহু প্রত্যাশার পদ্মা সেতুর।সরকারের ঐতিহাসিক এ প্রজেক্টটির উদ্বোধনের আগে তা নিয়ে চলছে নানা আয়োজন। সেই আয়োজনেরই অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে পদ্মা সেতু নিয়ে গান। সেই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর।গানের কথাগুলো এরকম- ‘পদ্মা সেতুর বিজয়গাথা, ইতিহাসে বিস্ময়। শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়।’ সুন্দর এ কথামালা সাজিয়েছেন মোকাম আলী খান। সুর ও সংগীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। সেই সেতু নিয়ে তৈরি হয়েছে গান। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ তবে আঁখি আলমগীর একা নন, গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। আগামী ১১ জুন পদ্মা সেতু এলাকায় গানটির ভিডিওর দৃশ্যধারণ হবে। ভিডিওর নির্দেশনায় থাকছেন মাহবুবা ফেরদৌস।