পদ্মা ব্যাংক এবং দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের অধীনে, ব্যাংক ঋণ আবেদনকারীর দ্বারা জমা দেওয়া হালনাগাদ অডিট রিপোর্ট এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী যাচাই করার সুযোগ পাবে। এছাড়া ডিভিএসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সত্যতা যাচাই করার সুযোগও রয়েছে। এই সমঝোতা স্মারকটি 1 জানুয়ারী, 2023 তারিখে আইসিএবি কাউন্সিল হল, সিএ ভবন ঢাকায় স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তারেক রিয়াজ খান ICAB-এর নবনিযুক্ত প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান এফসিএকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারেক রিয়াজ খান তার বক্তৃতায় বলেন, যারা ঋণ খেলাপি বা কর ফাঁকি দেয় তারা শুধু প্রতিষ্ঠানকেই বিপদে ফেলে না, পুরো জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই ডিভিএস পদ্ধতি ব্যবহার করে স্বচ্ছতার সাথে কাজ করে সমাজ, দেশ ও জাতিকে সংকট থেকে রক্ষা করা সম্ভব। তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা সু-কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তা হবে। আর্থিক খাতে অবাঞ্ছিত বিশৃঙ্খলা এড়ানো সম্ভব। তিনি DVS প্রযুক্তি আনার জন্য ICAB কর্মকর্তাদের ধন্যবাদ জানান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক SEVP, CHRO, এবং CCO M আহসান উল্লাহ খান, SEVP এবং CFO বাদল কুমার নাথ FCA, The Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) এর ভাইস সভাপতি মোঃ ইয়াসিন মিয়া এফসিএ, এমবিএম লুৎফুল হাদী এফসিএ, মোঃ জোহিরুল ইসলাম এফসিএ, কাউন্সিল সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, সিওও মাহবুব আহমেদ সিদ্দিক এফসিএ, আইটি বিভাগের প্রধান মোহাম্মদ দেলোয়ার হোসেন, আইটি বিভাগ, আইসিএবি-এর সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।