ন্যাশনাল মেকওভার একাডেমির উদ্যোগে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) কনভেনশন হলে শুরু হয়েছে ন্যাশনাল মেকওভার পেজেন্ট কর্মশালা। এ কর্মশালায় সারা দেশ থেকে দুইশতাধিক মেকাপ শিল্পের সাথে সম্পৃক্ত, উদ্যোক্তা ও নতুন শিক্ষানবিশ অংশ নিয়েছেন। ন্যাশনাল মেকওভার একাডেমির সি, ই, ও আফসানা হেলালি জোনাকি বলেন, মেকওভার শিল্পের একটা মানসম্পন্ন প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যেই এমন আয়োজন। বাংলাদেশে এই সেক্টরে হাজার হাজার নারীর অংশগ্রহণ থাকলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই বলে জানান আফসানা হেলালি। এই কোর্সে প্রশিক্ষক হিসেবে আছেন, নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট সাহেদা আহসান, বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন, মনির হোসেন, আন্তাজার্তিক অঙ্গনে সুনামের অধিকারী বিউটি এক্সপার্ট সালমা সরোয়ার কবিতা, মেকাপ ও হেয়ার স্টাইলিস্ট মাসুদ খান। মোটিভেশনাল ক্লাসে আছেন, জনপ্রিয় উপস্থাপক আব্দুর নুর তুষার, ফ্যাশন, ব্রাইডাল এন্ড গ্লামার ফটোগ্রাফার অপূর্ব আব্দুল লতিফ, মডেল ও চলচিত্র অভিনেত্রী জাহারা মিতু, নিঝুম রুবীনা ও প্রিয়মনিসহ অনেকেই। ইভেন্ট ডিরেক্টর কৃষাণ ভূঁইয়া জানান, দিন দিন এই সেক্টরে মেকাপ আর্টিস্টের চাহিদা বাড়ছে, বাড়ছে নারী উদ্যোক্তা। এই কর্মশালাটি আগামী বুধবার প্রশিক্ষণার্থীদের হাতে কলমে ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ১০ জন মেধাবী মেকাপ শিল্পী নির্বাচন করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে দেশবরেণ্য শিল্পী, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে গালা রাউন্ড বা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।