মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। ধামরাই ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপরে উল্টে যায় আর প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়।
পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এঘটনায় মড়াসড়কে আধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।