দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্প প্রতিষ্ঠা করে। ৫০০০ (পাঁচ হাজার) কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় কৃষি খাতের উৎপাদন বৃদ্ধির জন্য ৪ শতাংশ হারে বিনিয়োগ সুবিধা প্রদান করবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।