টাঙ্গাইল প্রতিনিধি:
ঈদের আগেই ঈদ পালন করল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার। ২০১২ সাল থেকে সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে তারা।
সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে আজ সোমবার(২ মে) পালন করা হচ্ছে পবিত্র ঈদুল-ফিতর। নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার(৩ মে) সারা দেশে পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর।
কিন্তু সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৫০টি পরিবার আজ উদযাপন করছে ঈদ।
ওই মসজিদের ইমাম জানান, ২০১২ সাল থেকে একই রেওয়াজে রোজা ও ঈদ পালন করে আসছে গ্রামবাসী। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার সকাল ৮ টায় শুরু হওয়া এ ঈদের জামাতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।