তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পরিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন বলিউড নায়িকা সানি লিওন। তবে তা দৃষ্টিগোচর হওয়ায় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেয়া হয়েছিল। সেখানে সানি লিওনকে অনুমতি দেয়া হয়। কিন্তু সানি লিওন নামে যে তিনি পরিচিত তা গোপন করা হয়। ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ। বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা আমরা ভাবছি। ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে। আগামী দিন ভালোই হবে, খারাপের দিকে যাবে না সিনেমা।
সিনেমায় অনুদানের প্রয়োজন থাকলেও শুধু অনুদান দিয়ে সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে না জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনুদাননির্ভর শিল্প এটি নয়। অনুদান দেয়া হয় ভালো সিনেমা নির্মাণে জন্য। সিনেমা শিল্পের বিকাশে যে পদক্ষেপ নেয়া দরকার তা এই সরকার নিচ্ছে। মন্ত্রী বলেন, আমি মনে করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন, স্বাধীন বাংলাদেশ। এটি যুগে যুগে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে মুক্তিকামী মানুষের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, যে শর্টফিল্মগুলো এসেছে সেগুলো নিশ্চয়ই আমাদের তৃতীয় নয়ন খুলে দেয়ার মতো। সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।