মনির খাঁন কুমিল্লা জেলা প্রতিনিধি:
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেছেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থাকবে সম্পুর্ন চাঁদাবাজমুক্ত, দেশের অর্থনীতির প্রধান লাইফ লাইনখ্যাত এ মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজী বরদাশত করা হবে না। চলমান মাহে রমজান কিংবা আসছে ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজীর সাথে হাইওয়ে পুলিশ অথবা চাঁদাবাজ চক্রের যেই জড়িত থাকুক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
বুধবার দুপুরে কুমিল্লাস্থ হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি বলেন, এ মহাসড়ক অপরাধের তথ্য উদঘাটন করতে হাইওয়ে পুলিশের একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছে, এসব গোয়েন্দা দলের সদস্যরা সড়কে চলাচলকারী বিভিন্ন পন্যবাহী এবং যাত্রীবাহী যানবাহনের চালকদের সাথে কথা বলে চাঁদাবাজী ঘটনা ঘটলে এর রহস্য উদঘাটন করবে।
মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ৩৪টি মোবাইল পেট্রোল টিম কাজ করছে। যানবাহনের বিভিন্ন সমস্যা সমাধানে ১১টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। সভায় পুলিশ সুপার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু থেকে টেকনাফ পর্যন্ত কোন যানবাহনে যেন চাঁদাবাজী না হয় সে লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সার্কেল, থানা এবং ফাঁড়ি প্রধানদের নির্দেশ প্রদান করেন। হাইওয়ে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কের চলাচলকারী পন্যবাহী এবং যাত্রীবাহী কোন যানবাহনকে থামানো যাবে না, মহাসড়কে কোন চেকপোস্ট করা যাবে না। এ সময় পুলিশ সুপার নিজেই প্রতিদিন মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সকল তথ্য উপাত্ত সংগ্রহ এবং সার্বিক বিষয়ে তদারকির ঘোষণা দেন।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সার্কেল এএসপি মো : ইমরুল হাসান বলেন- হাইওয়ে পুলিশের সম্মানিত অতি: আইজি জনাব মল্লিক ফখরুল ইসলাম স্যারের নির্দেশনায় ও কুমিল্লা রিজিয়নের সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ রহমত উল্লাহ স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাত ও দিনে মোবাইল পেট্রোল টিম নিয়মিত কাজ করছে। কোন ধরণের অপ্রীতিকর তথ্য পেলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।