ছাত্র-শিক্ষক বিনিময় এবং কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি গ্লোবালের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ ১৩ জুন (সোমবার) ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই চুক্তি (এমওইউ এবং এমওএ) স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি গ্লোবালের প্রেসিডেন্ট প্রফেসর ড. জন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিয়ংডং ইউনিভার্সিটি গ্লোবালের স্মার্ট কম্পিউটিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ডাঃ মোঃ নূরআলম, কোরিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্টারের ডিরেক্টর মিসেস জুলিয়া জং, কিয়ংডং ইউনিভার্সিটি গ্লোবালের মার্কেটিং ম্যানেজার মিঃ টমি, ডিআইইউ এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রফেসর ডঃ মোঃ ফোখরায় হোসেন এবং অন্যান্য অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, “আমরা ইন্টারঅ্যাকশনের এই যাত্রাকে আরও বেশি করে নিয়ে যেতে চাই যাতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।” কিয়ংডং ইউনিভার্সিটির গ্লোবাল প্রেসিডেন্ট ডঃ জন লি ড্যাফোডিলের কার্যক্রমের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, বর্তমান যুগে নেতৃত্বের সংজ্ঞা বদলে গেছে। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই তার শিক্ষার্থীদের জন্য বিশ্বায়নের সব ধরনের সুযোগ তৈরি করতে হবে। এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অবশ্যই আগের চেয়ে ভালো সুযোগ পাবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান কার্যত এই কর্মসূচিতে যোগ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চুক্তিটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে। এ চুক্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও শিক্ষাবান্ধব পরিবেশে নিজেদের মেলে ধরতে পারবে। একই সাথে, আমরা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে প্রযুক্তিগত সমস্যাগুলি নিয়ে পারস্পরিক আলোচনা করার জন্য একটি সম্পূর্ণ প্রযুক্তি-বান্ধব শিক্ষার পরিবেশ উপস্থাপন করতে সক্ষম হব। এ চুক্তি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ক্যাপশন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং সোথ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি গ্লোবালের প্রেসিডেন্ট প্রফেসর ড. জন লি ছাত্র-শিক্ষক বিনিময় এবং কারিগরি শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত চুক্তির নথি বিনিময় করছেন।