ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া কানেক্টের অর্থায়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড সিকিউরিটি প্রফেশনালস ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম লুৎফুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন। মোহাম্মদ তৌরিত, বিডিআরইএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অধ্যাপক ড. মো. ফোখরায় হোসেন, ডিন, এফএসআইটি, ড. নাদির বিন আলী, রেজিস্ট্রার এবং অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, ডিফোডিল ইন্টারন্যাশনালের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এম লুৎফুর রহমান তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ খাতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রকল্পের প্রধান তদন্তকারী অধ্যাপক আরেফিন তার বক্তব্যে টেকসই ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং সাইবার নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সাইবার নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বাংলাদেশের পাঁচটি ভিন্ন ভিন্ন স্থানে সাইবার নিরাপত্তা বিষয়ে পেশাদার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সাইবার নিরাপত্তার উপর পেশাদার প্রশিক্ষণ হল EC-কাউন্সিল সার্টিফাইড এথিক্যাল হ্যাকার (CEH), CompTIA সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট (CySA+), সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল (CISSP), সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর (CISA) এবং CyberSAFE (শেষ ব্যবহারকারীর জন্য সম্পদ সুরক্ষিত) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই ইসি-কাউন্সিল সার্টিফাইড এথিক্যাল হ্যাকার (CEH) প্রশিক্ষণ শুরু হয়েছে।
ক্যাপশন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং এশিয়া কানেক্টের অর্থায়নে শুরু হওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড সিকিউরিটি প্রফেশনালস ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফুর রহমান। , বিডিআরইএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অধ্যাপক ড. মো. ফোখরায় হোসেন, ডিন, এফএসআইটি, ড. নাদির বিন আলী, রেজিস্ট্রার এবং প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধানকেও দেখা যায় ছবি ।