টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে শহরের আশেকপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কূপ খনন করতে গিয়ে মাটি চাঁপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও ৩ শ্রমিক। নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল ও লিটন পাল।
মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর জোবায়দা খানম উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নির্মানাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের কূপ খনন করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে আশেকপুর জোবায়দা খানম উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অলি, জিহাস ও নজরুলের নির্মানাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের কূপ খননের সময় ৫ শ্রমিক কাজ করতে ছিলেন। ওইসময় ২ শ্রমিক কূপের নিচে এবং অপর ৩ শ্রমিক উপরে ছিলেন। এক পর্যায়ে দুপুরে কূপের মাটি ধ্বসে আনন্দ পাল ও লিটন পাল মাটির নিচে চাঁপা পড়েন। এলাকাবাসী উপরের তিন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে কূপের নিচে চাঁপা পড়া ২ শ্রমিকের লাশ উদ্ধার করে। আহতরা হলেন- বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার মিলন পাল, নওসুনি পাল ও বিমল পাল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দারাপাড়া এলাকায় নির্মাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় চার পাশ থেকে ২ শ্রমিকের উপর মাটি চাপা পড়ে। স্থানীয় লোকজন জানালে ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করা হয়।