ওয়াইফাই হচ্ছে একটি নেটওয়ার্ক সিগন্যাল ট্রানস্মিশন সিস্টেম. বিভিন্ন সার্ভিস প্রোভাইডার এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ প্রদান করে থাকে।।
মনে রাখবেন, ইন্টারনেট ১০০% ফ্রি। ওয়াইফাই কানেকশন/ মেগাবাইট কিনার জন্য আমরা যে টাকা দিয়ে থাকি, সেটা শুধুমাত্র তাদের ব্যায়কৃত খরচাপাতির একাংশ. আর বাকিটা লভ্যাংশ এবং সরকারি টেক্স।।
কে এই টাকা পায় তা জানার আগে আমাদের জানতে হবে ISP সম্পর্কে, জানতে হবে ISP কি জিনিস। ISP এর পূর্ন রূপ হল Internet Service Provider। আর এই ISP কে ভাগ করাহয় মোট ৩ টি ভাগে :
- টাইর-১
- টাইর-২
- টাইর-৩
প্রথম পর্যায় এর ISP
এখানে টাইর-১ ISP হল সেসব ISP যারা ক্যালিফোর্নিয়া থেকে দুবাই, দুবাই থেকে ভারত, বারত থেকে শ্রীলংকা বা বাংলাদেশ ইত্যাদি স্থাপন সমুদ্রের নিচ দিয়ে তার বসায় এবং আমাদের দেশের সাথে অন্য দেশের সংযোগ স্থাপন করে, এরা হল আন্তর্জাতিক Internet Service Provider।
দ্বিতীয় পর্যায় এর ISP
আর এর পরেই আসে হল টাইর ২ ISP। যেখানে টাইর-১ ISP আন্তর্জাতিক সেখানে টাইর-২ ISP হল জাতীয় পর্যায়ে কাজ করে। এর উদাহরন হল এরা টাইর ১ থেকে ইন্টারনেট গ্রহন করে যেমন: BSCCL বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড এদের সাধারনত সারাদেশে সংযোগ এবং ভালো কানেক্টিভিটি থাকে, এর উদাহরন হল BTCl. এরা বাংলাদেশ এর সরকারি টাইর-২ ISP। অনেক সময় এরাও লোকাল পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে থাকে; যেমন : BTCL ADSL .
তৃতীয় পর্যায় এর ISP
আর এখন আসল টাইর-৩ ISP এরা হল আঞ্চলিক পর্যায়ের ISP যেমন — Dhakatech Broadband, 3R communication, Amber iT ইত্যাদি… ISP আপনার বাসা বাড়ি বা অফিস বা স্কুল, আদালতে তাদের ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে..এরা টাইর-২ থেকে ইন্টারনেট কেনে। এখানে সিম কোম্পানি গুলা টাইর-২ বা টাইর-৩ ISP থেকে তাদের গ্রহকদোর জন্য ইন্টারনেট নেয়।
অর্থ বা মুনাফা ভাগাভাগি:
এখন মূল কথায় আসি, আপনি সিম কোম্পানি কে ইন্টারনেট এর জন্য যে টাকা দেন, সেখান থেকে কিছু অংশ টাইর-৩ বা টাইর-২ ISP যেমন BTCL /BSCCL কে দেয়, এখান থেকে আাবার BTCL টাইর-১ ISP বা যারা সমুদ্রের নিচে ফাইবার অপটিক তার বিসিয়েছে তাদের দেয়..
এখন প্রশ্ন টাইর-১ ISP কাদের টাকা দেয় ? এখানে উত্তর হল টাইর-১ ISP কাউকে টাকা দেয় না. কারণ ইন্টারনেট ফ্রি!