বর্ষাকালে পা সুন্দর রাখতে পায়ের দরকার অতিরিক্ত যত্ন। পা ঢাকা জুতা পরা, কাদা এড়িয়ে চলা, নিয়মিত বৃষ্টি থেকে এসে পা পরিষ্কার করা প্রয়োজন। তারপরও পায়ে দুর্গন্ধ ও চুলকানির সমস্যা হয়। আর এই সমস্যা থেকে বাঁচাতে জেনে কয়েকটি প্রাকৃতিক উপায়।
পায়ের দুর্গন্ধ ও চুলকুনির সমস্যা দূর করতে যা করবেন-
১) কাঁচা হলুদ বাটা পায়ে চুলকানির আক্রান্ত জায়গায় লাগান। এতে সহজেই উপকার পাবেন।
২) কাঁচা পেঁয়াজের রসও খুব উপকারী। কাঁচা পেঁয়াজের রস ভালো করে পায়ে লাগান। এতে চুলকানির ক্ষত তাড়াতাড়ি শুকোবে। সেই সঙ্গে পায়ের দুর্গন্ধও দূর হবে।
৩) হেনা বা মেহেন্দি কিনে আনুন। এই হেনার পেস্ট চুলের জন্য অনেকেই ব্যবহার করেন। তবে এই পেস্ট যদি পায়ে লাগান তা হলেও উপকার পাবেন।
৪) পুদিনা পাতা ও তুলসী পাতা বেটে তা পায়ের পাতায় লাগাতে পারেন। তুলসী পাতা অ্যান্টি সেপটিক হিসেবে কাজ করে। তাই এটি ব্যবহার করলে উপকার পাবেন।
৫) পায়ে ইনফেকশন হলে লেবুর রসের সঙ্গে ভিনিগার মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও উপকার পাবেন।