মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তন ব্যাচের দুই শিক্ষার্থীকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের ঘটনায় থানায় মামলা না নেয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মহাসড়কের আরিচা লেন বন্ধ করে দিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।
অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, দুপুরে সাভার উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাক্সিন দেয়াকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কাজে সহায়তাকারী স্বেচ্ছাসেবকরা জাবির দুই শিক্ষার্থীর উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীরা থানায় মামলা করতে গেলে সাভার থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এরই জেরে সাধারণ ছাত্রদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়লে ইফতারের পর পর মহাসড়কে অবস্থান নেয় কয়েক শতাধিক শিক্ষার্থী।
এসময় বিচারের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শতাধিক আবাসিক ছাত্র।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মো. ইমন এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. মাজেদ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। আহত অবস্থায় তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়েছেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।