কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনাস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, ডাঃ মিঠুন কুমার দে, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন প্রমূখ। বক্তারা পুষ্টি,অনুপুষ্টি, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সম্মত খাবার বিষয়ে আলোকপাত করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।