জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন। আজ শনিবার ( ১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার (১৪ আগস্ট) ঢাকায় আসবে মিশেল। ১৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ সময় তিনি একাধিক কর্মস‚চিতে যোগ দেবেন। জাতিসংঘের প্রথম কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশ সফর এটি। মিশেল ব্যাচেলেটকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সফর বাংলাদেশের জাতীয় দৃষ্টিভঙ্গি এবং মানবাধিকার রক্ষা ও প্রচারের জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা তুলে ধরার জন্য একটি গুরুত্বপ‚র্ণ উপলক্ষ। এ সফরে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, সিএসও নেতা ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা জানাবেন তিনি। কক্সবাজার সফরে মিশেল ব্যাচেলেট মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।