একজন দক্ষ সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন। তিনি বলেন, প্রেসকে সরকারের ছায়া সরকার বলা হয়। এজন্য সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার।
মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে মেহেরপুর প্রেসক্লাবে এক আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মেহেরপুর প্রেসক্লাবের ৫০ বছর পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মেহেরপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্য ও গৌরবের এ ৫০ বছর পার করে মেহেরপুর প্রেসক্লাব একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান।
তিনি আরো বলেন, আমরা সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। সমৃদ্ধ প্রেস এখন আমাদের সময়ের দাবি। আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। প্রেসক্লাবের নিজস্ব জমির ওপর ভবন থাকা খুব জরুরি। এ সময় নবীণ সাংবাদিকদের তাদের কর্মের মাধ্যমে পেশাদারিত্বের প্রমাণ রাখারও আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।