মনির খাঁন কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে চাঁদাবাজদের বিরুদ্ধে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। ২২ শেষ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহসড়কের দেবীদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমীকরা শ্লোগানে শ্লোগানে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদি বাক্য ছুড়ে প্রসাশনের কাছে সুবিচার ও হয়ারানি বন্ধের দাবী জানান।
এসময় শ্রমীকরা মিছিল করতে করতে রাস্তায় বসে পরে এবং প্রায় ২ ঘন্টাব্যাপি অবরোধে কুমিল্লা সিলেট আঞ্চলিক সমহসড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে পান্নারপুল টু কংশনগর পর্যন্ত তীব্র যানযটের সৃষ্টি হয়।
পরে পৌর প্রশাসন এবং পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়, অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
শ্রমিকরা বলেন পৌর সিএনজি ষ্টেশনের ইজারাদাররা অনেকদিন ধরে নিয়মের বাইরে দেবীদ্বার পৌরসভার বিভিন্ন পয়েন্টে সিএনজি ষ্ট্যান্ডে ইজারাদারদের নিয়োগকৃত লাইনম্যনরা সিএনজির পাশাপাশি ব্যাটারি চালিত অটো-মিশুক থেকেও প্রতিদিন অবৈধভাবে ২০-৪০ টাকা করে চাঁদা আদায় করে থাকে, আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালমন্দ ও চাবি, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং মারধরের মত ঘটনাও ঘটে প্রতিদিন। একটি অটোরিকশা বিভিন্ন পয়েন্টে ঘুরাঘুড়ি করে তাই তাদের প্রতিটি পয়েন্টে চাঁদা গুনতে হয় অতিরিক্ত ১৫০-২০০ টাকা। যেখানে ব্যাটারি চালিত অটো-মিশুক এর জন্য কোন নির্ধরিত ষ্ট্যান্ড নাই সেই ক্ষেত্রে এই চাঁদা আদায় অবৈধ বলে দাবি তাদের।
দেবীদ্বার পৌর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমীক নেতা আব্দুল হালিম, কাজী বশির, রুবেল,মনির,নজরুল প্রমুখ। এ সময় কয়েকশত ব্যাটারি চালিত অটো-মিশুক চালকরাও উপস্থিত ছিলেন।
পরে দেবীদ্বার পৌর প্রশাসক উপজেলা নির্বাহি অফিসার আশিক উন নবি তালুকদার এবং থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমীকদের দাবীর সাথে সহমত পোষন করে শ্রমীকদের আলোচনার মাধ্যমে এর সমাধান করবেন বলে আস্বস্থ করেন। এবং ইজারাদার ও শ্রমীক নেতাদের নিয়ে বসে এই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নিবেন বলে জানান।