কোটচাঁদপুর (ঝিনইদহ) প্রতিনিধিঃ
“এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষূরে দাও উড়ায়ে, বৎসরের আর্বজনা দূর হয়ে যাক” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে অসাম্প্রদায়িক বাঙ্গালী জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বাংলা নববর্ষ ১৪২৯ বর্ষবরণ উদযাপনে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম,ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার। মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, থানার ওসি তদন্ত জগনাথ চন্দ্র, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিশু-কিশোর ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে বর্ষবরণ উপলক্ষে স্থানীয় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গ্রামীণ ঐতিহ্যের বৈশাখী মেলা শুরু হয়েছে।