মনির খাঁন কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন করার সময় বিল্লাল নামের এক প্রতারক চক্রের সদস্যকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
গত আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার অগ্রণী ব্যাংক হোমনা শাখায় এ ঘটনা ঘটে। আটককৃত প্রতারক পুলিশের কাছে স্বীকার করেছে তার নাম বিল্লাল হোসেন পিতার নাম রাঙ্গাবেপারী, সাং গুনসি উপজেলা মাদারীপুর সদর,মাদারীপুর।
অগ্রণী ব্যাংকের হোমনা শাখা ব্যবস্থাপক মো.শাহ সেলিম জানান বেলা ১২ টার দিকে বিল্লাল পিতা মাজেদ,মাতা জীবন নেছা এনআইডি নম্বর ১৯১৮১৩১৮৪০৭৮০ নিয়ে রাজন নামের এক ব্যক্তি প্রেরিত ৯৫ হাজার ৫৮০ টাকা উত্তোলন করতে ব্যাংকে আসলে ব্যাংক ক্যাশিয়ার তার নিকট গোপন নম্বর জানতে চায়।
কিন্ত সে গোপন নম্বর বলতে পারে নাই। ক্যাশিয়ার তার সীট যাচাই বাছাই করার সময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা প্রতারক বিল্লালকে আটক করে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জাহাপুর শাখার ব্যাংক কর্মকর্তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে তাকে প্রতারক চক্রের সদস্য বলে সনাক্ত করেন। তারা বলেন, একই কায়দায় গত ১৮ মার্চ কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর অগ্রণী ব্যাংকের শাখা থেকে এই চক্রটি তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়।আটক বিল্লাল ওই চক্রের একজন সদস্য।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অগ্রণী ব্যাংক থেকে বিল্লাল হোসেন নামের এক প্রতারককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত একটি চক্র ব্যাংকের ব্যবস্থাপক ও রেমিটেন্স অফিসারের স্বাক্ষর এবং পেমেন্ট সিট জাল করে ট্রান্স ফাস্ট কোম্পানিার মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স চুরির করে আসছিল