মনির খাঁন কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়নের ১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৮ মে বুধবার শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন।
শ্রীকাইল ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৬টি বিভিন্ন ইভেন্টের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী আলী আহম্মদ, আব্দুর রহিম বেগ,সহিদুল ইসলাম বাবু, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক মাহবুবুল হাসান (কমল) রফিকুল ইসলাম বেগ, মোঃ ইব্রাহীম, মোঃ কাজল, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের মধ্যে:- মোঃ আনোয়ার হোসেন (চন্দনাইল সঃ প্রঃ বিদ্যালয়), জুবায়ের হোসেন (উত্তর পেন্নই), আছমা আক্তার (পিপড়িয়া), তানিয়া সুলতানা (রোয়াচালা পূর্ব), এ কে এম জাকির হোসেন (শ্রীকাইল), তৃপ্তি রানী সরকার (ভূতাইল), মোহাম্মদ লুৎফর রহমান (সোনাকান্দা), শুল্কা রায় (মোহাম্মদপুর), জুয়েল বেগম (শাহগদা), শাহনাজ বেগম (পিপড়িয়াকান্দা), নাদিয়া নুসরাত (সাহেবনগর), মোঃ মহিউদ্দিন (ভাঙ্গানগর), ফাতেমা আক্তার (সল্পা), খাইরুন্নাহার (রোয়াচালা পঃ), আব্দুর রাজ্জাক (বাড়িয়াচারা), কামরুল হাসান (চুলুরিয়া), মীর জাকির হোসেন (পাজিরপাড়) এবং সহকারী শিক্ষক ও শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বোতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার ও সৈকত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিটন সরকার।