মনির খাঁন কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন মুরাদনগর উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদের কবি কাজী নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার,
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো: মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম সিকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম,
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার প্রমুখ। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এই উপজেলায় আগামী ১৫ জুন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ইউপি নির্বাচন এ উপজেলায় সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে সকলের সহযোগীতায়।
১৫ জুন ভোটারগন তাদের পছন্দেও প্রার্থীকে ভোট দিবে কেহ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো প্রার্থী আচরণবিধি লংঘন করে ওই প্রার্থীদের জেল জরিমানা করা হবে। নির্বাচনের আচরণবিধির বাহিরে কোন প্রার্থী কিছু করলে তার প্রার্থীতা বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি এ উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলা সংক্রান্ত জটিলতার কারনে মুরাদনগর সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১৫জুন সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন প্রার্থী।
অপরদিকে এ উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত এক ইউপি সদস্যের মৃত্যুর কারনে ওই ওয়ার্ডে ১৫জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১জন।