হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল শনিবার বিকালে ছয় কেজি গাজাঁসহ দুই যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। উপজেলা মাজড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলা সাজাইল ইউনিয়নের মাজড়া (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেম খানের ছেলে আবুল বশার খান (৩০) এবং একই গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে আরাফাত হোসেন মোল্যা (২৫) দীর্ঘদিন যাবত এলাকায় গাজাঁর ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার এসআই হাবীবুর রহমান, এস আই নুরুল ইসলাম, এ এস আই ইকবাল হোসেন, এ এস আই মিজানূর রহমান দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের ছয় কেজি গাজাঁসহ হাতেনাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেছে কাশিযানী থানা পুলিশ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রায়হান জানান, তারা দীর্ঘদিন গাজাঁ বিক্রি করছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা ধরাছুয়ার বাইরে ছিলো। তাদের পিছনে সোর্স লাগানোর ছিলো যাতে তাদের হাতেনাতে গ্রেফতার করা যায়। তাদের গোপালগঞ্জ জেল হাজতে পাঠনো হয়েছে। #