চীনের হুয়াংঝুয়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থগিত হয়েছে এশিয়ান গেমসের এবারের আসর। মঙ্গলবার (১৯ জুলাই) অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে জানা যায়, এ বছরের সেপ্টেম্বরে চীনের হুয়াংঝুতে হওয়ার কথা থাকলেও দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা স্থগিত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এ ক্রীড়া উৎসব। চীনা অলিম্পিক কমিটি ও হুয়াংঝু এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে আলাপ করে নতুন তারিখ ঠিক করল ওসিএ গঠিত ‘টাস্কফোর্স’। এশিয়ান গেমসের এবারের আসরে ৪৪টি দেশ থেকে প্রায় ১১ হাজারের বেশি অ্যাথলেট অংশগ্রহণ করবে।