সিলেটে বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতির ঘাটতি ছিল। তবে এজন্য সরকারকে দোষ দেওয়া যাবে না। সরকার বুঝতে পারেনি যে এত বড় বন্যা আসবে, এরকম ভয়াবহ পরিস্থিতি হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইমরান আহমদ বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হবে সরকার চিন্তাও করেনি। অবশ্য প্রতি বছর যদি এমন বন্যা হতো আর যদি সরকার প্রস্তুত না থাকতো, তাহলে আমি নিজেই দোষ দিতাম। তবে এখন থেকে সরকারের প্রস্তুতি নেয়া দরকার।তিনি বলেন, অনেকেই বন্যায় নৌকার ভাড়া বাড়িয়ে দিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। আসলে যারা নৌকার মালিক, তারাও তো বন্যার নিচে তলিয়ে গেছেন। মন্ত্রী বলেন, যারা বন্যার্তদের জন্য খাবার পাঠান, তারা সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিকভাবে খাবার পাঠান কিংবা তাদের পুনর্বাসনের জন্য টাকাটা জমা করে রেখে দেন। বিচ্ছিন্নভাবে খাবার পাঠানো আসলে সমাধান নয়। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকার কী করে। পরবর্তী কার্যক্রম হল পুনর্বাসন। আমাদের সেদিকে তাকাতে হবে।