পঞ্চম বারের মতো ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ পেয়েছেন আলী রেজা ইফতেখার। তিনি আগামী ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ দায়িত্বে বহাল থাকবেন। টেকসই প্রবৃদ্ধির একজন প্রবক্তা হিসেবে তিনি আন্তর্জাতিক উত্তম চর্চা এবং নৈতিক ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে ইস্টার্ণ ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় একটি আর্থিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান লীডারশীপ অ্যাওয়ার্ডে ’সিইও অফ দ্য ইয়ার ২০১২’ পুরষ্কারে ভূষিত ইফতেখার ২০১৪-১৫ এবং ২০২০-২১ মেয়াদে সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-কে নেতৃত্ব দেন। তিনি স্বীকৃতি লাভ করেছেন ‘দ্রুততম প্রবৃদ্ধিশীল ডিজিটাল ব্যাংক ২০২১’; ‘ব্যাংক অফ দা ইয়ার’; ‘বাংলাদেশের শ্রেষ্ট রিটেইল ব্যাংক’, ইউরোমানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট ব্যাংক’, এশিয়ামানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক’। এছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে ফাইন্যান্স এশিয়া কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক’; ‘বেস্ট পার্টনার ফর ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন’ হিসেবে আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড; আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এবং ২০১০ সালে ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে ‘শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি লাভ করেন। দীর্ঘ ৩৭ বছরের ক্যারিয়ারে তিনি ব্যাংক ইনদোসুয়েজ এবং এবি ব্যাংকের মতো স্থানীয় বেসরকারি ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আলী রেজা ইফতেখার ২০০৭ সাল থেকে ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে অধিষ্ঠিত রয়েছেন।