ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের মেটিওলকিন রবিবার দখল করে রুশ সেনারা। পরদিন সোমবার তারা মূল শহরে প্রবেশ করে। এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। খবর ডয়েচে ভেলের। সেভেরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রুশ সেনাদের দখলে। তবে এখনো আজত রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। এখানে অন্তত ৩০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। তাদের সকলেই সেখানে আটকা পড়েছে। ইউক্রেনের সেনারা তাদের ঘিরে রেখেছে। গত সপ্তাহে আজত মিলে আটকা পড়া বেসামরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছিল রাশিয়া। কিন্তু ইউক্রেন তাতে সায় দেয়নি। এমনকি দেশটির সেনাদের আত্মসমর্পণ করার আল্টিমেটামও দিয়েছিল রাশিয়া। তাতেও সাড়া দেয়নি ইউক্রেনের সেনারা। মারিওপোলের আজভস্টালেও একইভাবে অবরুদ্ধ করে রেখেছিল রাশিয়া। শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে সেখান থেকে বেসামরিকদের উদ্ধার করা হয়। সেভেরোদনেৎস্কেও মারিওপোলের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।